ব্রিগেডে কেবল উত্তরবঙ্গের জমায়েতই এক লক্ষ ছাড়িয়ে যাবে, দাবি বামেদের

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: আগামী ২০ এপ্রিল বিগ্রেড সমাবেশ (Brigade) বামেদের। তার আগে শুক্রবার সাংবাদিক বৈঠকে বড় দাবি করল লাল শিবির (Left Front)। তাঁরা বলছে, শুধুমাত্র উত্তরবঙ্গের জমায়েতই ১ লক্ষ ছাড়িয়ে যাবে! অর্থাৎ রবিবারের ব্রিগেড যে রেকর্ড গড়তে চলেছে তার ইঙ্গিত দিয়ে রাখছেন বামেরা।

শুক্রবার শ্রমিক ভবনে সাংবাদিক সম্মেলন করেছিল সিআইটিইউ, সারা ভারত কৃষকসভা, সারা ভারত খেতমজুর ইউনিয়ন এবং পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির নেতৃবৃন্দ। তাঁদের স্পষ্ট দাবি, রাজ্যের সব জায়গা থেকে শ্রমজীবী, কৃষিজীবী এবং প্রান্তিক বস্তিবাসী মানুষ আসবেন সমাবেশে। অতীতে বামেদের ব্রিগেড যা রেকর্ড করেছে তা ছাপিয়ে যেতে পারে। সেই মতো প্রস্তুতিও চলছে বলে জানিয়েছে সংগঠনগুলি।

error: Content is protected !!