বেহাল রাস্তায় ধান রোপণ করে প্রতিবাদ তপনের আউটনা পঞ্চায়েতে

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:  বর্ষার জমা জলে চলাফেরা দুঃসাধ্য হয়ে উঠেছে তপন ব্লকের আউটনা গ্রাম পঞ্চায়েতের প্রায় কুড়িটি গ্রামের মানুষের জন্য। লস্কর হাট থেকে পারিলা পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় রয়েছে। এই পথেই প্রতিদিন সীমান্ত সুরক্ষা বাহিনীর গাড়ি চলাচল করে এবং গঙ্গারামপুর বা বালুরঘাট যেতে কুড়িটি গ্রামের মানুষকে এই রাস্তা ব্যবহার করতে হয়।

স্কুলশিক্ষকরাও এই ভাঙাচোরা রাস্তা ও জল পেরিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন। এলাকাবাসীর অভিযোগ, পঞ্চায়েত থেকে ব্লক অফিস—সব জায়গায় অভিযোগ জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

তারই প্রতিবাদে সোমবার সকালে অফিস সময়ে রাস্তার উপর ধান গাছের চারা রোপণ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। বিক্ষোভকারী বিদ্যুৎ সরকার ও কল্পনা সরকার জানান, একাধিকবার অভিযোগ করেও সমাধান না হওয়ায় বাধ্য হয়ে এই পথে নামতে হয়েছে। দ্রুত রাস্তার মেরামতের দাবিতে তারা সরব হয়েছেন।