বেলা বাড়তেই চড়বে পারদ, দক্ষিণবঙ্গে থাকবে অস্বস্তিকর গরম, উত্তরে হালকা বৃষ্টি

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: দক্ষিণবঙ্গে তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে। উইকেন্ডে কলকাতায় পারদ ছুঁতে পারে ৩৬ ডিগ্রি সেলসিয়াস, আর পশ্চিমের জেলাগুলিতে তা পৌঁছতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, ফলে গরম ও শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। যদিও সকালে ও সন্ধ্যায় কিছুটা স্বস্তি মিলবে, তবে দিনের বেলা প্রচণ্ড গরম অনুভূত হবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়াবিদদের মতে, আগামী ৪-৫ দিনের মধ্যে তাপমাত্রা আরও ৩-৪ ডিগ্রি বাড়তে পারে। 

দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা স্বাভাবিকের নিচে থাকলেও, রাতের তাপমাত্রা স্বাভাবিক বা তার থেকে একটু বেশি হতে পারে। দিনের বেলা ধীরে ধীরে গরম বাড়বে, এবং আগামী দিনে পারদ আরও ঊর্ধ্বমুখী হবে।

error: Content is protected !!