📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ফের শহরে অগ্নিকাণ্ডের ঘটনা। বেলতলার পেয়ারাবাগান বস্তিতে আগুন। ঘটনায় গুরুতর জখম ৮। আহতদের মধ্যে দু’জন শিশু আছে বলে জানা যাচ্ছে। সবাইকেই গুরুতর অবস্থায় এসএসকেএমে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে কীভাবে এই আগুন তা এখনও স্পষ্ট নয়। গ্যাস লিক করে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক অনুমান দমকলের। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়।
বেলতলার পেয়ারাবাগান বস্তিতে আগুন, গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন ৮

