বেগ দিতে পারে উত্তর কলকাতা? কাউন্সিলরদের নিয়ে বৈঠক ফিরহাদ হাকিমের


📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ভোটে অন্তর্ঘাত হতে পারে। এই আশঙ্কা করে উত্তর কলকাতার কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। শুক্রবার বিকেলে কলকাতার একটি হোটেলে ওই বৈঠক হয়। সূত্রের খবর, কাউন্সিলরদের নিজ নিজ দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়ার নির্দেশ দিয়েছেন মেয়র। স্পষ্ট জানিয়ে দেন, দলের মধ্যে কোনও দ্বন্দ্ব বরদাস্ত করা হবে না। সূত্র মারফৎ জানা গিয়েছে, ওই বৈঠকে ফিরহাদ জানিয়েছেন তাপস রায়ের সঙ্গে ব্যক্তিগত ভাবে সুসম্পর্ক থাকলেও রাজনৈতিক ময়দানে যেন তার প্রভাব না পড়ে। এমনকি সেখানকার তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জেতানোর বিষয়েও প্রতিজ্ঞাবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন তিনি। একের পর এক জট তৈরি হচ্ছিল উত্তর কলকাতা আসন নিয়ে। সেখানকার তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আগেই ক্ষোভ প্রকাশ করেছিলেন সদ্য অপসারিত রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। তারপর BJP প্রার্থী তাপস রায় এবং কুণাল ঘোষ-কে এক মঞ্চে দেখা যাওয়ার পর আরও বেশি করে জলঘোলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *