বৃষ্টি-বন্যায় বিপর্যস্ত দিল্লি, বহু এলাকায় লাল সতর্কতা, দুর্যোগে বিলম্ব ৩৪০ উড়ানে

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:গরম যখন পোড়াচ্ছে গোটা দেশ, সেই এপ্রিল-মে মাসেই সাবধান করেছিল মৌসম ভবন—চলতি মরশুমে বিপুল বৃষ্টিপাত হবে। চলবে সেই অক্টোবর অবধি। অক্ষরে অক্ষরে সেই ভবিষ্যদ্বাণী মিলিয়ে রাজ্যে রাজ্যে চলছে ভয়ংকর বর্ষণ। যা থেকে মেঘভাঙা বৃষ্টি, বন্যা, ধস নামার মতো ঘটনায় মৃত্যু হচ্ছে মানুষের, ভেঙে পড়ছে যোগাযোগ ব্যবস্থা। উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, মহারাষ্ট্র, জম্মু-কাশ্মীরের পর একটানা ভারী বর্ষণ বিপর্যস্ত দিল্লি। রাজধানী লাগোয়া নয়ডা, গুরুগ্রাম, গাজিয়াবাদ এবং ফরিদাবাদও জলে ভাসছে। বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থা। এদিন নয়াদিল্লি বিমানবন্দরের ৩৪০টি উড়ান দেরিতে ওঠা-নামা করে।