বৃষ্টি ও ধসের কারণে ক্ষতিগ্রস্ত পশ্চিমবঙ্গ ও সিকিম, কেন্দ্রের কাছে আর্থিক সাহায্যের দাবি রাহুলের

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বৃষ্টি ও ধসের কারণে পশ্চিমবঙ্গ ও সিকিমে একাধিক মানুষের মৃত্যুতে শোক প্রকাশ করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘পশ্চিমবঙ্গ ও সিকিমের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাত ও ভূমিধসের কারণে বেশ কয়েকজনের মৃত্যু এবং আরও অনেকের নিখোঁজের খবর অত্যন্ত দুঃখজনক। আমি প্রশাসনের কাছে ত্রাণ ও উদ্ধার অভিযান ত্বরান্বিত করার জন্য আবেদন করছি। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে অবিলম্বে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলিকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।