📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: এতদিনের জ্বালাপোড়া গরমের শেষে বৃষ্টি নেমেছে। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া। ঝড়বৃষ্টিতে স্বস্তি মিললেও মহা সমস্যায় পড়েছেন লোকাল ট্রেনের যাত্রীরা। তুমুল ঝড়বৃষ্টিতে জল জমে, কোথাও ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি দেখা দিয়েছে। আপ ও ডাউন লোকাল চলাচলে বিঘ্ন ঘটেছে। দিনের শেষে অফিস ফেরত যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। সূত্রের খবর, সোমবার রাত সাড়ে ৮ টা নাগাদ শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছে। আপ ও ডাউন কোনও লাইনেই চলছে না ট্রেন। প্ল্যাটফর্মে যাত্রীদের ভিড়। উত্তেজনা ক্রমেই বাড়ছে।