বীরভূমের পুলিশ সুপারকে তোপ অনুব্রতর

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:  কয়েকদিন আগেই বোলপুরের আইসি-কে ফোনে কুকথা বলার জন্য বিতর্কে জড়িয়েছেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। সেই সময়ে দলও তাঁর মন্তব্যের নিন্দা করেছিলেন। ক্ষমাও চান কেষ্ট। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এ বার এই তৃণমূল নেতার নিশানায় বীরভূমের পুলিশ সুপার আমনদীপ। তিনি দায়িত্ব নেওয়ার পরেই বীরভূমে ‘অপসংস্কৃতি’ থাবা বসিয়েছে, দাবি কেষ্টর।