📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: দশমবারের জন্য মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেছেন নীতীশ কুমার। বৃহস্পতিবার দুপুরে শপথ নিয়েছেন। তার পরে বিহারবাসীর উদ্দেশে X হ্যান্ডলে লিখলেন, ‘বিহারকে দেশের অন্যতম উন্নত রাজ্যে পরিণত করাই আমাদের লক্ষ্য।’
‘বিহার হবে দেশের অন্যতম উন্নত রাজ্য’, X-এ পোস্ট নীতীশের

