📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: রবিবার রাতে বিজেপি-র তরফ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেই বিবৃতিতে বলা হয়েছে, বিধায়ক-সহ ছয়জন নেতাকে বহিষ্কার করা হয়েছে। তাঁদেরকে দলের প্রাথমিক সদস্যপদ থেকেও বহিষ্কার করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘বিহারের বিধানসভা নির্বাচনে, দলের ঘোষিত প্রার্থীদের বিরুদ্ধে কাজ করার অভিযোগ উঠেছে এই ছয় নেতার বিরুদ্ধে। তাঁর দলবিরোধী কাজ করছিলেন। কহলগাঁও বিধানসভা কেন্দ্রের বর্তমান বিধায়ক পবন যাদবকে প্রার্থী করেনি বিজেপি। তিনি বিজেপি প্রার্থীর বিরুদ্ধে নির্দল হিসেবে লড়ছেন।’
বিহার ভোটের আগেই গেরুয়া শিবিরে ফাটল! ‘দলবিরোধী’ কাজে বহিষ্কৃত ৬ বিজেপি নেতা

