বিহারে তৈরি হবে সীতা মাতার মন্দির! বড় ঘোষণা শাহের


📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: চলতি বছরের শেষের দিকে বিহারে হতে চলেছে বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনকে সামনে রেখে বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অযোধ্যায় তৈরি হয়েছে রাম মন্দির, আর এবার সীতা মাতার একটি বিশাল মন্দির তৈরির প্রতিশ্রুতি দিলেন শাহ। গুজরাটের আমেদাবাদে ‘শাশ্বত মিথিলা মহোৎসব ২০২৫’- এ যোগ দিয়ে এই আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে তিনি গুজরাটের উন্নয়নে অবদান রাখার জন্য মিথিলাঞ্চল এবং বিহারের মানুষদের প্রশংসা করেন। অমিত শাহ বলেন, প্রাচীনকাল থেকেই এই অঞ্চলের গণতন্ত্র এবং দর্শনকে শক্তিশালী করার নির্দশন রয়েছে।কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেছেন, বিহারে এই সীতা মাতার বিশাল মন্দির নির্মাণ করা হবে। সমগ্র বিশ্বকে নারী শক্তির বার্তা দিতেই এই মন্দির নির্মাণ করা হবে বলে তিনি জানান। উল্লেখ্য, লোকসভা নির্বাচনের প্রচারের সময়ই বিহারে সীতা মাতার মন্দির তৈরির কথা ঘোষণা করেছিলেন অমিত শাহ। তিনি বলেন, ‘লোকসভা নির্বাচনের সময় যখন আমি বিহারে গিয়েছিলাম, তখন বলেছিলাম যে রাম মন্দির তৈরি হয়ে গিয়েছে এখন সীতা মাতার একটি বিশাল মন্দির তৈরির পালা। এই মন্দির গোটা বিশ্বকে নারীশক্তির বার্তা দেবে। জীবনকে প্রতিটি উপায়ে আদর্শ করে তুলবে।’ রাজনৈতিক মহলের মতে, বিহারে বিধানসভা নির্বাচনে পাখির চোখ করেই এমন ঘোষণা করেছেন শাহ।এর পাশাপাশি, গুজরাটে বসতি স্থাপন করা মিথিলা এবং বিহারের লোকেরা রাজ্যে নিরাপদ থাকবেন এবং সম্মান করা হবে বলেই আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী। তিনি এই মনুষদের স্বাগত জানান। মিথিলাঞ্চলের মানুষদের আরও প্রশংসা করে শাহ বলেন, ‘রামায়ণ ও মহাভারতের সময় থেকেই মিথিলা ভূমি বুদ্ধিজীবীদের ভূমি ছিল। মিথিলাাঞ্চল সারা দেশকে বার্তা দিয়ে চলে। মহাত্মা বুদ্ধ অনেকবার বলেছিলেন, যতক্ষণ বিদেহ বা মিথিলার মানুষ ঐক্যবদ্ধ থাকবেন, ততক্ষণ কেউ তাঁদের পরাজিত করতে পারবে না।’ অঞ্চলের ইতিহাস বর্ণনা করতে গিয়ে শাহ আরও বলেন, ‘মিথিলা গণতন্ত্রের পক্ষে শক্তিশালী বার্তা বছরের পর বছর ধরে গোটা দেশে পৌঁছে দিয়েছিল। অমিত শাহ জানান, ভারতের ছয়টি প্রধান দর্শনের মধ্যে চারটি এসেছে মিথিলা থেকে।

error: Content is protected !!