📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: পূর্ণিয়ার সভামঞ্চ থেকে মোদী বলেন, ‘বিহারে তৈরি রেল ইঞ্জিন আফ্রিকায় রপ্তানি করা হচ্ছে, কিন্তু কংগ্রেস এবং আরজেডি নেতাদের এটা ভালো লাগে না। বিহার যখনই এগিয়ে যায়, তখনই এই দলগুলি রাজ্যকে অপমান করতে ব্যস্ত হয়ে পড়ে। কংগ্রেস, আরজেডির হাত মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় বিহারকে উপহাস করতে ব্যস্ত, রাজ্যকে বিড়ির সঙ্গে তুলনা করতে ব্যস্ত। এই লোকেরা বিহারকে ঘৃণা করে।’
বিহারের উন্নতি এদের ভালো লাগে না: মোদী

