📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বুধবার আইএসএল ক্লাবগুলি একটি বৈঠকে বসেছিল। এই বৈঠকে অন্য ক্লাবের সঙ্গে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গলের প্রতিনিধিরাও। তাতে দীর্ঘক্ষণ আলোচনাও হয় পরবর্তী পদক্ষেপ কী হওয়া উচিত, তাই নিয়ে। সেখানেই সোমবার ফের সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত হয় বলে জানা গিয়েছে। এদিকে ফেডারেশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল সত্যনারায়ণ ক্লাব জোটকে তাদের চিঠির প্রাপ্তি স্বীকার করে জানিয়েছেন, ক্লাবজোটের চিঠি তাঁরা পেয়েছেন। একই সঙ্গে সবাই মিলে এই সমস্যা খুব দ্রুত সমাধান করার চেষ্টা করা হচ্ছে তাদের তরফ থেকে। ক্লাব জোটের দেওয়া চিঠির ১২ নং পয়েন্টে বলা হয়েছে একসঙ্গে ক্লাবগুলো লিগ আয়োজন করতে চায়। সেই পয়েন্ট তুলে ধরে সত্যনারায়ণ আরও বলেছেন, ফেডারেশন আগেই এই ধরনের একটি প্রস্তাবের কথা জানিয়েছিল ক্লাবগুলোকে। একই সঙ্গে তিনি ক্লাব জোটদের জানিয়েছেন, আগামী ২০ ডিসেম্বর ফেডারেশনের জেনারেল মিটিংয়ে এই ক্লাব জোটের এই প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। সেই আলোচনা থেকে যা নির্যাস উঠে আসবে, তা জানিয়ে দেওয়া হবে ক্লাব জোটকে।
বিশ বাঁও জলে আইএসএল, সমাধানের আশায় সোমবার সুপ্রিম কোর্টে যাচ্ছে ক্লাবগুলি

