বিশ্ব পরিবেশ দিবসের আগে প্লাস্টিক দূষণ নিয়ে সচেতনতা বৃদ্ধির প্রয়াস সবুজ মঞ্চের

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। তার আগে প্লাস্টিক দূষণ নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে সবুজ মঞ্চের পক্ষ থেকে  কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকের ডাক দেওয়া হয়েছিল। সেখানে মিলিত হয়েছিলেন পরিবেশ আন্দোলনের সঙ্গে যুক্ত রাজ্যের বিশিষ্টজনেরা। পরিবেশ আন্দোলনের পরিচিত মুখ নব দত্ত থেকে শুরু করে উপস্থিত ছিলেন পরিবেশ প্রযুক্তিবিদ এস এম ঘোষ সহ অন্যান্যরা। প্লাস্টিকের বেলাগাম ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তারা সকলেই । সেইসঙ্গে প্লাস্টিকের বাড়বাড়ন্ত আটকাতে দ্রুত পদক্ষেপ গ্রহণের পক্ষেও মত দেন। প্লাস্টিক দূষণকে তাঁরা অন্যতম গুরুত্বপূর্ণ পরিবেশগত চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেন। এই দূষণ প্রতিরোধে ব্যক্তি, সম্প্রদায়, সংস্থা এবং সরকারের সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দেন তাঁরা।প্লাস্টিক দূষণ কমাতে বেশ কিছু প্রস্তাবও দিয়েছেন তাঁরা। তাদের মতে, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক কমানো, পুনর্ব্যবহারযোগ্য ব্যাগ, জলের বোতল এবং প্লাস্টিক বিকল্প দ্রব্য ব্যবহার, ন্যূনতম বা জৈব-অপচনযোগ্য প্যাকেজিং সহ পণ্য নির্বাচন, পুনর্ব্যবহার এবং সঠিক বর্জ্য ব্যবস্থাপনা বৃদ্ধি, যখনই সম্ভব প্লাস্টিকের পুনর্ব্যবহার, বর্জ্য সঠিকভাবে নিষ্কাশন করুন, এবং বর্জ্য ব্যবস্থাপনার কাজের সঙ্গে যুক্ত সংস্থাগুলিকে সহায়তা করা।

error: Content is protected !!