📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: আমেরিকার সঙ্গে শুল্কযুদ্ধের আবহেই জাপানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর পৌঁছেই টোকিওয় ভারত-জাপান যৌথ আর্থিক ফোরামে ভাষণ দিতে গিয়ে তাঁকে বলতে শোনা গেল জাপানি ভাষা! তিনি বললেন, ”নমস্কার, কনচিওয়া জাপান।”
সেই সঙ্গেই তাঁকে বলতে শোনা গেল, ”বিশ্ব কেবল ভারতের দিকে তাকিয়েই নেই। বিশ্ব ভারতের থেকে অনেক আশা নিয়ে তাকিয়ে রয়েছে। ভারতের উন্নয়নের যাত্রায় জাপান বরাবরই এক গুরুত্বপূর্ণ সঙ্গী। মেট্রো রেল থেকে নির্মাণ, সেমি কন্ডাক্টর থেকে স্টার্টআপ… জাপানের সংস্থাগুলি ভারতে ৪০ বিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ করেছে।” সেই সঙ্গেই জাপানকে আরও বিনিয়োগের আহ্বান জানিয়ে মোদি বলেন, ”ভারতে মূলধন কেবল বাড়েই না, তা কয়েক গুণ বেড়ে যায়।” পাশাপাশি মোদি বলেন, ”আজ ভারতে রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক স্থিতিশীলতা রয়েছে। নীতিগত স্বচ্ছতা এবং সম্ভাবনা রয়েছে। ভারত এখন বিশ্বের দ্রুততম বর্ধিষ্ণু প্রধান অর্থনীতি। এবং খুব শীঘ্রই ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে চলেছে।” তাঁর বার্তা, ”প্রতিরক্ষা ও মহাকাশের পর আমরা এবার পারমাণবিক ক্ষেত্রে বা বেসরকারি বিনিয়োগের রাস্তাও খুলেছি।”