📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: শনিবার বিশ্বকাপের প্রস্তুতি। বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামবে ভারত। তার আগে, প্রস্তুতি মাঠ নিয়ে নাকি খুশি নয় টিম ইন্ডিয়া। এমনটাই দাবি করল বেশ কয়েকটি সংবাদমাধ্যম। যদিও সরকারি ভাবে কোনও অভিযোগ জানায়নি বিসিসিআই। ওই সংবাদ মাধ্যমের দাবি, যে মাঠে অনুশীলন করছেন রোহিতরা, সেই মাঠে বেশ খামতি রয়েছে। মূলত পরিকাঠামোগত ক্রটি ধরা পড়েছে।
পাঁচ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া। বড় ম্যাচ ৯ জুন। ভারত খেলবে পাকিস্তানের বিরুদ্ধে। তার আগে আমেরিকায় গিয়ে এখন অনুশীলনে মগ্ন ভারতীয় ক্রিকেটাররা। অভিযোগ অনুশীলন পিচ থেকে খাবার, সবতেই প্রশ্ন রয়েছে।
এই ব্যাপারে আইসিসির তরফে অবশ্য কোনও প্রতিক্রিয়া নেই। এমনকী প্রতিক্রিয়া দেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ডও। এই ব্যাপারে ভারত অধিনায়ক রোহিত শর্মার প্রতিক্রিয়া, সদ্য বিশ্ব ক্রিকেটে এসেছে আমেরিকা। তাদের আরও সময় দিতে হবে।