বিশেষ সুবিধা দিচ্ছে স্পাইসজেট

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:  পহেলগাম হামলার পর শ্রীনগর থেকে দিল্লির রুটে অতিরিক্ত ফ্লাইট চালানো শুরু করল স্পাইসজেট। এ ছাড়া শ্রীনগরে যাওয়া এবং শ্রীনগর থেকে ফেরার ফ্লাইট টিকিট রিশিডিউল করা এবং বাতিল করার উপর ৩০ এপ্রিল পর্যন্ত ছাড় দেবে উড়ান সংস্থাটি। ২২ এপ্রিল বা তার আগে করা সমস্ত বুকিংয়ের ক্ষেত্রে এই ছাড় পাওয়া যাবে।