📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:কর্মময় এবং বর্ণময় বিলেত সফর সেরে বাংলায় ফিরে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজের আমন্ত্রণেই ছিল এই সফর। তবে এর সঙ্গে জুড়ে গিয়েছিল আরও কর্মসূচি। কলকাতায় ফিরেই মুখ্যমন্ত্রী এ বার ব্যস্ত হয়ে পড়বেন ইদ নিয়ে। প্রতি বছরই রেড রোডে ইদের নমাজের সময় উপস্থিত থাকেন তিনি। সোমবারই ইদ হওয়ার সম্ভাবনা বেশি। তবে আনুষ্ঠানিক ভাবে এখনও তা ঘোষণা করা হয়নি। দুর্গাপুজোর সময় যেমন পুজো উদ্বোধন থেকে শুরু করে বিসর্জন পর্যন্ত যুক্ত থাকেন মুখ্যমন্ত্রী, তেমনই ইদ বা বড়দিনের মতো অনুষ্ঠানেও অংশ নেন।
ইদের কয়েক দিনের মধ্যেই রামনবমী। মমতার প্রশাসনের কাছে খবর, এই দুই ধর্মীয় অনুষ্ঠানের সময় অশান্তির ষড়যন্ত্র করা হচ্ছে কোনও কোনও মহল থেকে। কলকাতা এবং রাজ্য পুলিশের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর অবতরণের কিছু ক্ষণ আগেই এ নিয়ে সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে। জানানো হয়েছে, পুলিশ সতর্ক রয়েছে এবং যে কোনও ধরনের পরিস্থিতি কঠোর হাতে মোকাবিলা করার প্রস্তুতি নিয়েছে। মুখ্যমন্ত্রী ফিরে এ সব নিয়েও প্রশাসনিক রিপোর্ট দেখে প্রয়োজনীয় ব্যবস্থা সংক্রান্ত কথাবার্তা বলবেন।
কলকাতায় নামার পর বিমানবন্দর থেকে গাড়ি ধরে রওনা হয়ে যান মমতা। দীর্ঘ বিমানযাত্রার পর সাংবাদিকদের সঙ্গে আর কথাবার্তা বলেননি। তবে ফেরার পথে সফরসঙ্গীদের জানিয়েছেন, এ বারের সফরে তিনি সন্তুষ্ট।
মমতা বিদেশ সফরে রওনা হয়েছিলেন গত শনিবার সন্ধ্যায়। আট দিনের মাথায় শনিবার সন্ধ্যাতেই কলকাতায় ফিরলেন। যাতায়াতের দু’দিন বাদ দিয়ে মোট ছ’দিনের বিলেত সফর ছিল মুখ্যমন্ত্রীর। ছিল ভারতীয় হাই কমিশনের আমন্ত্রণ, ছিল বাণিজ্য সম্মেলন, আলাদা আলাদা বাণিজ্য বৈঠক, অক্সফোর্ডের কেলগ কলেজে বক্তৃতা। সেই বক্তৃতার মাঝে আবার মুখ্যমন্ত্রী মমতাকে হালকা বিক্ষোভের মুখেও পড়তে হয়েছিল। তবে পোডিয়ামে দাঁড়িয়ে সংযত মমতা শান্ত ভাবেই সেটা সামলেছিলেন। প্রায় প্রতি দিন নিয়ম করে হেঁটেছেন রাস্তায়। সব মিলিয়ে আট দিনের সফর ছিল ব্যস্ততায় ভরা। কিন্তু সবটাই আবার গুরুগম্ভীর নয়।