বিরাট ভুলে ডুবল বেঙ্গালুরু, রাহুল-স্টাবসের সঙ্গতে ৬ উইকেটে জিতল দিল্লি

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) জয়ের অশ্বমেধের ঘোড়ার ক্লান্তি নেই। ঘরের মাঠেই হেরে গেল আরসিবি। কে এল রাহুলের বিধ্বংসী ব্যাটিংয়ে দুরমুশ হয়ে গেল বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)।

বৃহস্পতিবার টসে জিতে দিল্লি ক্যাপিটালস বল করার সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে ফিল সল্ট যেভাবে নিজের মেজাজ দেখাচ্ছিলেন তাতে দিল্লির জন্য বড় অঘটন ঘটতেই পারত। কিন্তু হল না খোদ সল্টের। যাঁর জন্য হল তিনি বিরাট কোহলি(Virat Kohli)।

রান নিতে গিয়ে কোহলির ‘ভুলে’ সল্ট আউট হয়ে যান। তবে প্রথম ৪ ওভারেই ৬২ রান তুলে দিয়েছিলেন তিনি। বড় ধাক্কা সেখানেই। কারণ এর পরের দু-ওভারে মাত্র রান ওঠে ২। ঘটনা হল, কোহলি যদি সেই সময় রান নিতেন তাহলে তিনিও আউট হতেন।

এর পর এক এক করে দেবদত্ত পাড়িক্কল (১), বিরাট কোহলি (২২), লিয়াম লিভিংস্টোন (৪), জীতেশ শর্মারা (৩) মাঠ ছাড়েন। শেষ দিকে টিম ডেভিডের ২০ বলে ৩৭ রানের ইনিংস একটা মুখ ড়োক্ষাড় জায়গায় নিয়ে যায় আরসিবি-কে। অধিনায়ক রজত পাটিদার ২৩ বলে ২৫ রান করলেও তাঁর রান করার ঢিলেমি দলকে সেভাবে ভরসা দিতে পারেনি।

error: Content is protected !!