বিয়ের পর প্রথম জন্মদিন, কাঞ্চনের জন্য আদুরেমাখা পোস্ট শ্রীময়ীর

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বিয়ের পর প্রথম জন্মদিন । তাই, ভোট প্রচারের ব্যস্ততার মাঝেও আজকের দিনটা পরিবারের সঙ্গেই কাটাচ্ছেন কাঞ্চন মল্লিক । কেক কেটে মাঝরাতে হয়েছে সেলিব্রেশন । সোমবারও রয়েছে বিশেষ প্ল্যান । বরের জন্য নিজের হাতে পঞ্চব্যঞ্জন রান্না করেছেন শ্রীময়ী । সন্ধেবেলায় ছোটখাটো সেলিব্রেশনের আয়োজনও করা হয়েছে । তার আগে সকাল সকাল সোশ্যাল মিডিয়ায় বরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন শ্রীময়ী ।

কাঞ্চনের জন্মদিন উপলক্ষে নেটমাধ্যমে থ্রো ব্যাক ছবি শেয়ার করেছেন শ্রীময়ী । দেখে বোঝা যাচ্ছে প্রায় তিন-চার বছর আগের ছবি । কাঞ্চনের মুখে মাস্ক বলছে, করোনার সময়তেই তোলা হয়েছিল ছবি । তিনটি ছবি শেয়ার করেছেন শ্রীময়ী । দেখা গেল, হ্যামকের উপরে শুয়ে আছেন কাঞ্চন । গায়ে নীল টি-শার্ট । হাত মাথার পিছনে । আর মাটিতে বসে শ্রীময়ী । দোলনায় হাত রেখে কাঞ্চনের সঙ্গে সেলফি তুলেছেন অভিনেত্রী । আরও একটি ছবিতে দেখা গেল শ্রীময়ীর কাঁধে হাত রেখে ফ্রেমবন্দী হয়েছেন কাঞ্চন ।

error: Content is protected !!