📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: আমদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনার (Ahmedabad Plane Crash) ধ্বংসস্তূপের কোথাও হয়তো পড়ে আছে রাজস্থানের যোশী পরিবারের (Joshi Family) সেল ফোন। হয়তো কখনও আর খুঁজে পাওয়া যাবে না সেটি, হয়তো বিস্ফোরণের আগুনেই পুড়ে ছাই হয়ে গিয়েছে। কিন্তু সেই ফোনে তোলা একটি সেলফি রয়ে গেল— এক ভয়ঙ্কর দিনের মর্মান্তিক স্মৃতি হয়ে।
তিন সন্তানকে সঙ্গে আজই লন্ডনের উদ্দেশে পাড়ি দিয়েছিলেন উদয়পুরের ডাক্তার দম্পতি। বৃহস্পতিবারের তাঁদের এই বিমান সফর ছিল এক নতুন জীবনের শুরু।
কমি ব্যাস (Komi Vyas), উদয়পুরের একটি হাসপাতালের মহিলা চিকিৎসক। সম্প্রতি চাকরি ছেড়েছিলেন একটাই কারণে, লন্ডনে চিকিৎসক স্বামী প্রতীকের (Prateek Joshi) সঙ্গে নতুন করে জীবন শুরু করবেন বলে। সেই সফরের আগে অভিশপ্ত বিমানের ৬৯ থেকে ৭৩ নম্বর আসনে বসেই স্বামী-স্ত্রী সন্তানদের নিয়ে একটি সেলফি তুলেছিলেন কমি। সকলের হাসিমুখ।
যেখানে দেখা যাচ্ছে কমির পাশে বসে হাসছেন প্রতীক। অন্যদিকে সিটে বসা তাঁদের যমজ দুই পুত্র ও কন্যা। ছেলেরা ক্যামেরার দিকে তাকিয়ে হাসার চেষ্টা করছে, মেয়ে মিরায়ার মুখে ফেটে পড়ছে উচ্ছ্বাস। কে জানত এই ছবিই তাঁদের শেষ সেলফি!