📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে উদ্বেগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ির কিছু অঞ্চলে লাগাতার বৃষ্টি ও ধসের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বহু মানুষের প্রাণহানি ঘটেছে। মিরিক, জোড়বাংলো, সুখিয়াপোখরি ও ফালাকাটা এই দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি জানাই আমার আন্তরিক সমবেদনা। রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী, দার্জিলিং জেলা প্রশাসন, স্থানীয় স্বেচ্ছাসেবকরা নিরলস ভাবে ত্রাণ পৌঁছনো এবং উদ্ধারের চেষ্টা করছে। এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত সকলকে জানাতে চাই, আপনারা একা নন। আমি তৃণমূলের প্রত্যেক স্বেচ্ছাসেবককে দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।’
বিধ্বস্ত উত্তরবঙ্গের পাশে থাকার বার্তা অভিষেকের
