বিধিভঙ্গের অভিযোগ, বারুইপুর পূর্বের ২ বিএলও, ERO ও AERO’কে শোকজ কমিশনের

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:রাজ্যজুড়ে চলছে এসআইআর। বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করেছেন ও জমা নিয়েছেন বিএলওরা। সূত্রের খবর, ফর্ম বিলি শুরুর পরই জানা যায় বারুইপুর পূর্বের ৯৮ নম্বর বুথের দায়িত্ব প্রাপ্ত বিএলও তৃণমূলের পদাধিকারী। বিষয়টি নিয়ে অভিযোগ জমা পড়ে কমিশনে। এরপরই তাঁকে সরিয়ে দেওয়া হয়। সেই দায়িত্ব পান অন্যজন। কমিশন সূত্রে খবর, অব্যাহতি দেওয়ার পরও নাকি বিএলওর দায়িত্ব সামলেছেন প্রথমজনই। নথিতে মেলে তাঁর সই। বিষয়টা নজরে পড়তেই বারুইপুর পূর্বের ৯৪ নম্বর বুথের দুই বিএলও, ইআরও, এবং এইআরও-কে শোকজ করল নির্বাচন কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *