বিধানসভা নির্বাচনে লড়তে চান রিঙ্কু! পছন্দের আসনের নামও জানিয়ে দিলেন দিলীপ ঘোষ

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: অভিমান থাকলেও তিনি দলের সৈনিক। দল চাইলে বিধানসভা নির্বাচনে লড়তে চান। দিল্লিতে গিয়ে স্পষ্ট করে দিলেন দিলীপ ঘোষ। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বলছেন, “রাজ্যে নির্বাচন আসছে। দল যদি মনে করে দায়িত্ব দেবে, তা করব।” নিজের পছন্দের আসনের নামটাও জানিয়ে দিলেন দিলীপ।

২০১৬ সালে খানিকটা অপ্রত্যাশিতভাবেই কংগ্রেসের হেভিওয়েট নেতা জ্ঞান সিং সোহনপালকে হারিয়ে খড়্গপুর থেকে জিতে বিধায়ক হয়েছিলেন দিলীপ ঘোষ। অপ্রত্যাশিত সেই জয় দিলীপ ঘোষের প্রাসঙ্গিকতা রাজ্য রাজনীতিতে অনেকটা বাড়িয়ে দিয়েছিল। ঘটনাচক্রে সেই জয়ের ৯ বছর বাদে দিলীপ কিছুটা কোণঠাসা। আবারও প্রাসঙ্গিকতা খুঁজছেন। আর সেই লড়াইয়ে খড়গপুরকেই রণক্ষেত্র হিসাবে বাছতে চাইছেন তিনি।