বিধানসভা নির্বাচনের আগে দিলীপের নতুন দল ?

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: আগামী বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজ্য রাজনীতিতে চরম উত্তেজনা। এরই মধ্যে বিজেপি নেতা তথা প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গোপন বৈঠক ঘিরে শুরু হয়েছে তীব্র জল্পনা। রাজনৈতিক মহলে গুঞ্জন উঠেছে, তিনি কি তবে নতুন দল গড়ার পথে হাঁটছেন?

সূত্রের খবর, সম্প্রতি কলকাতার এক অভিজাত রেস্তোরাঁয় দিলীপ ঘোষ একাধিক রাজনৈতিক নেতার সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। উপস্থিত ছিলেন বেশ কিছু অসন্তুষ্ট বিজেপি নেতা ও কিছু বিশিষ্ট ব্যক্তি, যাঁরা বর্তমানে কোনও দলের সঙ্গে সরাসরি যুক্ত নন। বৈঠকে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ কৌশল নিয়ে বিস্তর আলোচনা হয় বলে জানা গেছে।

এই বৈঠকের পর থেকেই রাজনৈতিক মহলে কানাঘুষো – তবে কি দিলীপ ঘোষ বিজেপির বর্তমান নেতৃত্বে অসন্তুষ্ট হয়ে নতুন মঞ্চ তৈরির চেষ্টা করছেন? যদিও দিলীপ ঘোষ এই বিষয়ে এখনও কোনও খোলাখুলি মন্তব্য করেননি। তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুধু বলেন, “আমরা রাজ্যের স্বার্থে ভালো কিছু করতে চাই। সবাই মিলে কাজ করলে পরিবর্তন আসবেই।”

বিজেপির রাজ্য নেতৃত্ব অবশ্য এই জল্পনাকে উড়িয়ে দিয়ে বলেছে, “এটা মিডিয়ার তৈরি করা গল্প। দিলীপদা এখনও আমাদের গুরুত্বপূর্ণ নেতা।”

তবে জল্পনা থামছে না। বিধানসভা নির্বাচনের আগে এই ধরনের গোপন বৈঠক ও ‘নতুন দল’ প্রসঙ্গ রাজ্য রাজনীতিতে যে বড় চমক দিতে পারে, তা বলাই যায়।

error: Content is protected !!