বিধাননগর মহকুমা হাসপাতালে আগুন

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:বিধাননগরে মহকুমা হাসপাতালে এসি থেকে ধোঁয়া। আতঙ্ক ছড়াল বৃহস্পতিবার সকালে। বিধাননগর মহকুমা হাসপাতালের বিল্ডিংয়ে হঠাৎই ধোঁয়া বেরোতে দেখা যায়। এ দিকে এই খবর ছড়াতেই রোগীর আত্মীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। এ দিন হাসপাতালের আউটডোর বিল্ডিংয়ের একটি এসি মেশিন থেকে ধোঁয়া বেরোতে দেখেন রোগীর আত্মীয় ও হাসপাতাল কর্মীরা। ঘটনায় মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে চারিদিকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের দু’টি ইঞ্জিন। যদিও হাসপাতালের কর্মীদের তৎপরতায় পরিস্থিতি তার আগেই নিয়ন্ত্রণে আসে বলে খবর। দমকল কর্মীরা পরে এসে মেশিন পরীক্ষা করে দেখেন, শর্ট সার্কিট থেকেই ধোঁয়া বেরিয়েছে। তবে বড় কোনও বিপদ ঘটার সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দিতে পারছেন না রোগীর আত্মীয়রা।