📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: শহরে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে আট জনের মৃত্যুর ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলায় রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ। রাজ্য সরকার, পুরসভা এবং সিইএসসি-র কাছে চাওয়া হয়েছে রিপোর্ট। আগামী ৭ নভেম্বর জমা দিতে হবে রিপোর্ট। ওই দিনেই মামলাটির শুনানি হতে পারে।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় সিইএসসি, রাজ্যের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের
