📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: মমতা বলেন, ‘আমি শুধু গণশত্রুদের ব্যাপারে বলে গেলাম। চার পাঁচ দিনের জন্য যাচ্ছি। আমি বাইরে যাওয়ার সময়ও পাই না। দেশের মধ্যেও বেড়াতে যাইনি। কখনও কখনও রাজ্যের প্রয়োজনে যেতে হয়। নীতি আয়োগের একটা বৈঠকে প্রধানমন্ত্রীও বলেছিলেন, বেশি করে যাওয়া উচিত। কারণ, ইনভেসমেন্ট যাতে বেশি করে আসে দেখতে হবে। তাঁর কথাকে সম্মান জানিয়েই। গণশত্রুদের বলব, ভারত সরকার ক্লিয়ারেন্স দিয়েছেন এই সফরের জন্য। এর আগে চিন, শিকাগোয় ক্লিয়ারেন্স পাইনি, যেতে পারিনি। দিল্লির একটি প্রতিষ্ঠান ডেকেছিল, বারণ করে দেওয়া হয়।’
বিদেশ সফর নিয়ে মমতার মুখে প্রধানমন্ত্রীর কথা
