📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: জাস্টিন ট্রুডো প্রধানমন্ত্রী থাকাকালীন কানাডার সঙ্গে ভারতের সম্পর্ক বিস্তর টানাপোড়েনের মধ্য দিয়ে গিয়েছিল। এখন অবশ্য ‘অল ইজ় ওয়েল’। সূত্রের খবর, G7 সামিটে যোগদান করতে শীঘ্রই কানাডা যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার থেকে তাঁর তিন দেশের সফর শুরু হতে চলেছে। কানাডা ছাড়াও তিনি যাবেন সাইপ্রাস এবং ক্রোয়েশিয়া। ‘অপারেশন সিঁদুর’-এর পর প্রথম বিদেশ সফরে মোদী। সার্বিক ভাবে তাঁর এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
বিদেশ সফরে মোদী, যাবেন কানাডাও
