বিদেশমার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের প্রমাণপত্র ছাড়া ভোট দেওয়া যাবে না! নির্বাচন প্রক্রিয়া নিয়ে বড় নির্দেশ ট্রাম্পের

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ক্ষমতায় ফিরেই মার্কিন যুক্তরাষ্ট্রের একগুচ্ছ নিয়ম পরিবর্তনের নির্দেশ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। দীর্ঘদিন ধরেই নির্বাচন প্রক্রিয়ায় কারচুপির অভিযোগ তুলেছেন ট্রাম্প। এবার সেই নির্বাচন প্রক্রিয়াতেই বড়সড় বদলের নির্দেশ দিলেন। তাঁর দাবি, মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের প্রমাণপত্র থাকলে তবেই ভোট দেওয়া যাবে‌। 
মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচন প্রক্রিয়া সংক্রান্ত বিষয়ে এই নির্দেশ দিয়েছেন। ট্রাম্প জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে ভোটার হিসেবে নাম নথিভুক্ত করতে হলে বাধ্যতামূলক দেশের নাগরিকত্বের প্রমাণপত্র। এই নির্দেশের সময় ভারত ও ব্রাজিলের নির্বাচন প্রক্রিয়ার উদাহরণ দেন তিনি। 
ট্রাম্পের নির্দেশ অনুযায়ী, নির্বাচনের দিনেই সকল নাগরিককে ভোট দিতে হবে। নির্বাচনের দিন পেরিয়ে যাওয়ার পর আর ভোটাধিকার প্রয়োগ করা যাবে না। যুক্তরাষ্ট্রের একাধিক দেশে নির্বাচনের পরেও ব্যালট গ্রহণ করা হয়। যা থেকে নানাবিধ সমস্যার সৃষ্টি হয়। পাশাপাশি ভোটদানের ক্ষেত্রে কাগজের ব্যালটই বাধ্যতামূলক করা হবে।
যদিও প্রেসিডেন্ট ট্রাম্পের এই নির্দেশ আদৌ কার্যকর হবে কিনা, তা নিয়ে প্রশ্ন রয়েছে। ডেমোক্র্যাটরা ইতিমধ্যেই এর চরম বিরোধিতা করেছেন। সম্ভবত আদালতে এর বিরুদ্ধে মামলাও করতে পারে।

error: Content is protected !!