📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: মায়ানমারের ভূমিকম্পে এখনও পর্যন্ত কমপক্ষে ১০৭ জন নিহত হয়েছেন। জখম হয়েছেন ৩৫০-র বেশি। নিখোঁজ অসংখ্য। এর মধ্যে মৃতদের মধ্যে ১০৩ জনের মৃত্যু হয়েছে মায়ানমারে ও থাইল্যান্ডে নিহত ৪ জন।
থাইল্যান্ডে ভূমিকম্পের সময় একটি মসজিদে প্রার্থনা চলছিল। কম্পনের জেরে মসজিদের একাংশ ভেঙে পড়লে ঘটনাস্থলেই ওই তিনজনের মৃত্যু হয়। অন্যদিকে, ব্যাঙ্ককে বাড়ি ভেঙে ২ জনের মৃত্যু হয়েছে। এদিকে, ভয়াবহ পরিস্থিতির দিকে তাকিয়ে মায়ানমারের জুন্টা (সামরিক) সরকার আন্তর্জাতিক সাহায্যের আবেদন জানিয়েছে। ভূমিকম্পের পর দেশের ৬টি প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
মায়ানমারের রাজধানীর সবথেকে বড় সরকারি হাসপাতালের ইমারজেন্সি ওয়ার্ডের বাইরে এখন শয়ে শয়ে জখম মানুষ চিকিৎসার জন্য পড়ে রয়েছেন। হাজার বেডের ওই হাসপাতালের চারধারে জখমদের চিৎকার শোনা যাচ্ছে এবং পরিজনরা ছোটাছুটি করছেন।
ভূমিকম্পে মায়ানমার-থাইল্যান্ডে নিহত ১০৭ জন, আহত-নিখোঁজ অসংখ্য, এখনও ধ্বংসস্তুপের নীচে আটক বহু
