বিতর্ক উড়িয়ে সৌজন্যতার ছবি, বিজেপি নেত্রীর হাতে দীঘার জগন্নাথদেবের গজা প্যারার প্যাকেট তুলে দিলেন বৈশ্বানর চট্টোপাধ্যায়

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: পুরীর রথযাত্রা বনাম দীঘার রথযাত্রা নিয়ে যখন বিতর্ক তুঙ্গে, এমন সময় ধরা পড়ল সৌজন্যতার ছবি। বিজেপি নেত্রী শতরূপার হাতে কিনা দীঘার জগন্নাথ দেবের প্যারা – গজার প্যাকেট তুলে দিলেন তৃণমূল নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায়। যখন প্রসাদ – মহাপ্রসাদ নিয়ে বিজেপি ও তৃণমূলের মধ্যে জোর কাজিয়া চলছে, বৈশ্বানর চট্টোপাধ্যায়ের প্রোফাইলে পোস্ট করা এই ছবি যেন সব বিতর্কের অবসান ঘটিয়ে, এক সৌজন্যতা তথা সম্প্রীতির উদাহরণ বহন করছে।

প্রসঙ্গত, দীঘায় জগন্নাথ মন্দির প্রতিষ্ঠার পর  রথযাত্রার আগে থেকেই রেশন দোকানের মাধ্যমে জগন্নাথদেবের প্রসাদ বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে। জনপ্রতিনিধিরাও প্যারা – গজার প্যাকেট বিলির মাধ্যমে সারছেন জনসংযোগ। সামনেই বিধানসভা নির্বাচন। গোপা বিষয়টি মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টারস্ট্রোক বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

error: Content is protected !!