📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বিহারের জনসভা থেকে কংগ্রেসকে আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ‘বিহার’ ও ‘বিড়ি’ দুটি শব্দ ইংলিশ ‘B’ শব্দ দিয়ে শুরু — এরকমই একটি পোস্ট করে বিতর্কে জড়িয়েছিল কংগ্রেস। তা নিয়ে সোমবারের সভা থেকে খোঁচা মোদীর। আরজেডি ও কংগ্রেসের ‘কুশাসন’ থেকে বিহার মুক্ত হয়েছে এবং বর্তমানে উন্নয়ন হচ্ছে – যেটা বিরোধীরা সহ্য করতে পারছে না বলে এ দিন দাবি করেন মোদী।
‘বিড়ি’ ও ‘বিহার’ বিতর্কে কংগ্রেসকে আক্রমণ মোদীর

