বিজেপি নেতা দীপঙ্কর দাসের আকস্মিক প্রয়াণে শোকের ছায়া নদিয়ায়

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ভারতবর্ষের মাননীয় গৃহমন্ত্রী শ্রী অমিত শাহজীর বিজয় সংকল্প কার্যকর্তা সম্মেলনে যোগ দিতে এসে আকস্মিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলার কৃষ্ণগঞ্জ বিধানসভার অন্তর্গত ময়ূরহাট ১ নম্বর পঞ্চায়েতের প্রধান ও বিজেপির একনিষ্ঠ কর্মী দীপঙ্কর দাস মহাশয়।

তাঁর এই অকাল প্রয়াণে নদিয়া জেলায় নেমে এসেছে শোকের ছায়া। তিনি দীর্ঘদিন ধরে দলের প্রতি নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করে এসেছেন। একজন দক্ষ সংগঠক ও মানুষের পাশে থাকা সমাজসেবী হিসেবে দীপঙ্করবাবু শুধু দলের কর্মীদের নয়, সাধারণ মানুষেরও শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করেছিলেন।

বিজেপির বিভিন্ন স্তরের নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সকলেই তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

বিজেপির এক শীর্ষস্থানীয় নেতা জানান, “দীপঙ্কর দাস ছিলেন দলের একজন সম্পদ। তাঁর অভাব পূরণ হওয়ার নয়। এই কঠিন সময়ে তাঁর পরিবারের পাশে আমরা আছি।

error: Content is protected !!