📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের (Bikash Ranjan Bhattacharya) চেম্বারের বাইরে শুক্রবার বিক্ষোভ দেখিয়েছিলেন উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের একাংশ। তাঁদের অভিযোগ, সুপ্রিম কোর্টের সুপারনিউমেরারি পদ নিয়ে নির্দেশের পরেও উচ্চ প্রাথমিক নিয়োগ মামলার কোনও অগ্রগতি হয়নি হাইকোর্টে।
চাকরিপ্রার্থীরা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু এবং বিকাশরঞ্জনকেই এর জন্য দায়ী করেছেন। তাঁদের দাবি, বিচারপতির সঙ্গে বিকাশের ‘আঁতাঁত’ রয়েছে। আর তার জেরেই এই মামলার অগ্রগতি হচ্ছে না। ঘটনার শুরু এই থেকেই।
এবার সেই ঘটনায় সোমবার বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে গত সপ্তাহের ওই বিক্ষোভের কথা তোলা হবে বলে সূত্রের খবর। জানা গিয়েছে, বিক্ষোভের ঘটনার জন্য আদালত অবমাননার মামলা করতে চেয়ে আবেদনও করা হতে পারে। ওই সূত্র যদি ঠিক হয়, তাহলে হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে বিষয়টির কথা উল্লেখ করতে পারেন প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল জয়ন্ত মিত্র এবং আইনজীবী প্রতীক ধর।