📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: দিল্লি হাইকোর্টের বিচারপতির বাসভবনে নগদ উদ্ধারের ঘটনায় তোলপাড় দেশ। ওই ঘটনার তদন্ত করতে ইতিমধ্যেই ৩ সদস্যের কমিটি তৈরি করেছে সুপ্রিম কোর্ট। এ বার ওই ঘটনায় মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার তিনি বলেছেন, ‘আমাদের বিচারবিভাগীয় ব্যবস্থায় যখন এমন কোনও প্রশ্ন ওঠে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বিচারপতিদের একটি কমিটি এর বিচার করে। তার পরে এই তদন্তের ফল জনসাধারণের সামনে আসবে। আমি মনে করি আমাদের কমিটির সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা উচিৎ।’
বিচারপতির বাসভবনে নগদ উদ্ধারের ঘটনায় কী প্রতিক্রিয়া শাহের?
