📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: দিল্লি হাইকোর্টের ‘বিতর্কিত’ প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, তাঁর বিরুদ্ধে ইমপিচপেন্ট (অপসারণ) নিয়ে সংসদীয় কমিটির তদন্তের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছেন সুপ্রিম কোর্টে। মঙ্গলবার সেই মামলার সঙ্গে সম্পর্কিত সব পক্ষকে নোটিস পাঠাল দেশের শীর্ষ আদালত। বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি এজি মসিহা-র ডিভিশন বেঞ্চ নোটিস পাঠিয়েছে। চলতি বছরে দোলের দিন বিচারপতি ভার্মার দিল্লির সরকারি বাংলোয় আগুন লাগে। আগুন নেভাতে গিয়ে দমকলের কর্মীরা ও পুলিশ বাংলো থেকে থেকে উদ্ধার করেন পুড়ে যাওয়া প্রচুর পরিমাণ ভারতীয় টাকা। তা নিয়ে বিস্তর শোরগোল পড়ে দেশে। বিচারপতি ভার্মাকে ইমপিচ করার প্রস্তাব আনা হয়।
বিচারপতির বাংলো থেকে পোড়া টাকা উদ্ধার, সব পক্ষকে নোটিস সুপ্রিম কোর্টের

