📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:ধর্মতলায় বিক্ষোভে ২০২২-এর টেট উত্তীর্ণরা। টেট পাশ করে বসে আছেন, এখনও ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়নি। কবে ইন্টারভিউ হবে, সেই প্রশ্নকে সামনে রেখেই পথে নামেন তাঁরা। পুলিশের ব্যারিকেড উপেক্ষা করে বিধানসভার দিকে ছুটতে থাকেন। আন্দোলনকারীদের রুখতে পিছনে ছুটতে থাকে পুলিশও। আপাতত বিধানসভার সামনে গিয়ে বসে আছেন চাকরিপ্রার্থীরা।
বিক্ষোভে ২০২২-এর টেট উত্তীর্ণরা
