বিকেলে শুরু ‘টক টু মেয়র’, ফোনেই শহরবাসীর সমস্যার সমাধান করবেন ফিরহাদ

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:শুক্রবার বিকেলে শুরু হচ্ছে ‘টক টু মেয়র’ কর্মসূচি। শহরবাসী নিজেদের সমস্যার কথা সরাসরি জানাতে পারবেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে। সেই মতো সমাধানও করবেন তিনি। কর্মসূচি শেষে পুরসভায় সাংবাদিক বৈঠক করার কথা হয়েছে ফিরহাদের।