বাসে চড়ে মেয়ের বাড়ি যাওয়ার পথেই মৃত্যু বৃদ্ধার

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:
সরকারী বাসে চড়ে মেয়ের বাড়ি যাওয়ার পথেই মৃত্যু হল এক বৃদ্ধার। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করনদীঘিতে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতার পরিবারে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মালদা জেলার চাঁচল থানার বৈরগাছী গ্রামের বাসিন্দা যমুনা রায় শুক্রবার মেয়ের বাড়ি শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেন। চাঁচল থেকে তিনি তাঁর ছোট ছেলে ও নাতি-নাতনিদের সঙ্গে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার একটি বাসে ওঠেন।
অভিযোগ, রায়গঞ্জ ছাড়ার কিছু সময় পরেই বাসের মধ্যে অসুস্থ বোধ করতে শুরু করেন যমুনা দেবী। বিষয়টি লক্ষ্য করে বাসচালক করনদীঘি গ্রামীণ হাসপাতালের সামনে বাস থামান। তড়িঘড়ি তাঁকে করনদীঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে যমুনা রায়ের। খবর পেয়ে করনদীঘি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে।