📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বারাণসী যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার নিজের লোকসভা কেন্দ্রে একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। বাদল অধিবেশনের মধ্যে এই সফরের দিকে নজর রাখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিরোধীদের আক্রমণ করে কিছু বলেন কি না, সেদিকে নজর থাকবে। একই সঙ্গে, তাঁর বক্তৃতায় ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি এবং ট্যারিফ প্রসঙ্গ উঠে আসে কি না, নজর থাকবে সেই দিকেও।
বারাণসী যাচ্ছেন মোদী, নিজের কেন্দ্র থেকে কী বার্তা দেবেন?
