বারাণসীর দশাশ্বমেধ ঘাটে গঙ্গাপুজো, মনোনয়নের সকালে আবেগঘন প্রধানমন্ত্রী

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: মঙ্গলবার বারাণসী থেকে মনোনয়ন জমা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । তার আগে এদিন, বারাণসীর দশাশ্বমেধ ঘাটে পুজো দিলেন প্রধানমন্ত্রী । এদিন ঘাটে পৌঁছতেই উত্তরীয় পরিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান পুরোহিতরা । তারপর নিয়ম মেনে মন্ত্রোচ্চারণে গঙ্গাপুজো করেন নরেন্দ্র মোদী । হাত জোর করে পরিক্রমণ করতেও দেখা যায় তাঁকে । পুজো শেষ করে দশাশ্বমেধ ঘাট থেকেই ক্রুজে চড়েন মোদী । গঙ্গার ঘাট ভ্রমণ করবেন তিনি । এরপর কালভৈরব মন্দিরে পুজো দিয়ে মনোনয়ন জমা দেবেন প্রধানমন্ত্রী ।

মঙ্গলবার সকালে মনোনয়ন জমা দেওয়ার আগে এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন মোদী । ওই ভিডিওতে কাশীকে কেন্দ্র রয়েছে তাঁর আবেগঘন বার্তা । কাশীর সঙ্গে তাঁর ১০ বছরের সম্পর্ককে অদ্ভুত, অভিন্ন, অপ্রতিম বলে ব্যাখ্যা করেছেন মোদী । প্রধানমন্ত্রী জানিয়েছেন, কাশীর সঙ্গে তাঁর সম্পর্ক মা ও সন্তানের মতো ।

ভিডিওতে মোদী বলেন, ‘২০১৪ সালে আমি যখন কাশী আসি আমার মনে হয়েছিল, আমি এখানে এসেছি এমন নয় বা কেউ আমাকে পাঠিয়েছে এমনও নয়। আমায় মা গঙ্গা ডেকেছে। ১০ বছর কেটে গিয়েছে। কাশীর সঙ্গে এখন আমার এমন বন্ধন তৈরি হয়েছে যে আমি বলতে পারি আমার কাশী। একজন মায়ের তার সন্তানের সঙ্গে যে সম্পর্ক, আমার সঙ্গে কাশীর সেই সম্পর্ক।’

error: Content is protected !!