বারবার বিক্ষোভের সম্মুখীন, এক্স ক্যাটাগরির নিরাপত্তা পেলেন BJP প্রার্থী তাপস রায়


📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: BJP প্রার্থী তাপস রায়কে এক্স ক্যাটাগরির নিরাপত্তা দিল কেন্দ্রীয় সরকার। এর ফলে এবার থেকে চারজন কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তারক্ষী সর্বক্ষণের জন্য তাপস রায়ের সঙ্গে থাকবেন। BJP-তে যোগদান করার পরেই উত্তর কলকাতা আসন থেকে লোকসভা নির্বাচনের টিকিট পেয়েছেন তাপস রায়। তারপরেই বড়বাজার এবং মানিকতলা এলাকায় বিক্ষোভের সম্মুখীন হয়েছিলেন তিনি। রাজনৈতিক মহলের ধারণা, সেকারণেই তাঁকে এক্স ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে উত্তর কলকাতা জেলা বিজেপির সভাপতি তমোঘ্ন ঘোষকেও কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী দেওয়া হয়েছে।সম্প্রতি বড়বাজার এলাকায় একটি বহুতলে আগুন লাগে। সেসময় ঘটনাস্থলে পৌঁছন তাপস রায়। অভিযোগ, ঘটনাস্থলেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। এর আগে মানিকতলা এলাকায় আয়োজিত একটি রোড-শো তেও তাপস রায়কে লক্ষ্য করে গোব্যাক স্লোগান দেখানো হয়। এমনকি সাধন পাণ্ডের মৃত্যুর পর কেন সেখানে উপনির্বাচন হচ্ছে না সেনিয়েও তাপস রায়ের কাছে জানতে চান বিক্ষোভকারীরা।

error: Content is protected !!