বামেদের সঙ্গে জোট ভেস্তে গেছে, আরও চার আসনে প্রার্থীদের নাম ঘোষণা করল আইএসএফ

নিজস্ব সংবাদদাতা, Todays Story: আসন সমঝোতা হয়নি বামেদের সঙ্গে। লোকসভা ভোটে একলাই লড়ছে আইএসএফ। এবার তৃতীয় পর্যায়ের প্রার্থী তালিকা প্রকাশ করল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। দলের পক্ষ থেকে জঙ্গিপুর, তমলুক, বনগাঁ ও কৃষ্ণনগর এই চারটি লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করা হল। জঙ্গিপুর কেন্দ্রের প্রার্থী হলেন শাহজাহান বিশ্বাস। তমলুকে মহিউদ্দিন আহমেদ। বনগাঁয় প্রার্থী করা হয়েছে দীপক মজুমদারকে। কৃষ্ণনগরে আইএসএফের প্রার্থী আফরোজা খাতুন।