বামনগাছি থেকে দত্তপুকুর পর্যন্ত ধীর গতিতে চলছে ট্রেন

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: প্রবল বৃষ্টির কারণে বামনগাছি থেকে দত্তপুকুর পর্যন্ত ধীর গতিতে চলাচল করছে ট্রেন। ঘণ্টা খানেকের বৃষ্টিতে জলমগ্ন বামনগাছি স্টেশন। রেল লাইনের ধারে যে খাল রয়েছে, সেখান থেকেই জল ছাপিয়ে লাইনের ধারে চলে আসছে বলে খবর। অফিস ফেরত টাইমে নাজেহাল নিত্যযাত্রীরা।