📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বর্তমানে একের পর এক বাঙালি অভিনেতা-অভিনেত্রী মুম্বইয়ের পথে। এবার সেই তালিকায় যুক্ত হলেন আয়েন্দ্রী রায়। দর্শনা বণিক, অদ্রিজা রায়, দেবচন্দ্রিমাদের পথ অনুসরণ করে তিনিও পাড়ি দিয়েছেন স্বপ্নের শহরে। বুধবার রাতে নিজের প্রথম হিন্দি প্রোজেক্টের কথা শেয়ার করলেন ইনস্টাগ্রামে। চিত্রনাট্য ও কিছু ছবি পোস্ট করে লিখলেন, “আমি স্বপ্নের শহর মুম্বইতে আছি। এখানে হিন্দিতে আমার প্রথম কাজ করছি। আমার প্রত্যাশার থেকেও বেশি কিছু পেয়েছি…।”
ইতিমধ্যেই তাঁর প্রথম দিনের শ্যুটিংও শেষ। নার্ভাস লাগলেও এখন অনেকটাই স্বস্তিতে আয়েন্দ্রী। বন্ধু, প্রেমিক নীলাঙ্কুর এবং সায়কদের সঙ্গে ভিডিও কলে সেই অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছেন তিনি। সায়ক কমেন্ট করে লিখেছেন, “তোর জন্য গর্বিত বোন।”
অনেকেই শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, “মুম্বই স্বপ্নের থেকেও বড়। এটা তোমার কেরিয়ারকে নতুন গতি দেবে।” কেউ লিখেছেন, “জন্মদিনের সেরা উপহার এটাই। বাঙালিদের গর্বিত করো।”
সম্প্রতি ওজন বৃদ্ধি ও বিষণ্ণতা নিয়ে নেতিবাচক মন্তব্যের মুখেও পড়েছিলেন আয়েন্দ্রী। কিন্তু সব কটাক্ষের জবাব দিয়ে তিনি নিজেই জানিয়েছিলেন, ৯.৫৮ কেজি ওজন কমিয়ে ফিরেছেন নিজের আগের ফিট ফিগারে। তাঁর কথায়, “নেশা করি বলে কাজ পাই না — এমন কথাও শুনেছি। আজ সব কিছুর জবাব আমার শরীর ও মনই দিচ্ছে।”
বলিউডের সফর শুরুর আগেই এই আত্মবিশ্বাসী আয়েন্দ্রী সত্যিই অনুপ্রেরণা।