📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বীরভূমের আট মাসের অন্তঃসত্ত্বা সোনালি বিবি ও তাঁর পরিবারকে পুশব্যাকের অভিযোগ মামলায় কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট। কীসের ভিত্তিতে পুশব্যাক করা হল? নির্দিষ্ট ভাষা বললেই কি ভিনদেশি বলে ধরে নেওয়া হচ্ছে? পুরো কেন্দ্রের কাছে SOP চাইল শীর্ষ আদালত।
বাংলা বললেই বাংলাদেশি! ‘কীসের ভিত্তিতে পুশব্যাক?’, সোনালি বিবির মামলায় কেন্দ্রের জবাব তলব সুপ্রিম কোর্টের
