বাংলার কোন কোন জিনিসের উপরে GST কমালেন নির্মলা সীতারমন?

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বৃহস্পতিবার কলকাতা ন্যাশনাল লাইব্রেরি থেকে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাংলার ১১টি গুরুত্বপূর্ণ জিনিসের উপরে GST কমিয়েছে। সেই তালিকায় রয়েছে,

শান্তিনিকেতনের চামড়ার জিনিস ছিল ১২% | হলো ৫%

বাঁকুড়ার টেরাকোটা ছিল ১২% | হলো ৫%

মেদিনীপুরের মাদুর ছিল ১২% | হলো ৫%

পুরুলিয়ার ছৌ মুখোশ ছিল ১২% | হলো ৫%

দক্ষিণ দিনাজপুরের কাঠের মুখোশ ছিল ১২% | হলো ৫%

বিভিন্ন জেলার সোলার জিনিস ছিল ১২% | হলো ৫%

নকশি কাঁথা ছিল ১২% | হলো ৫%

মালদার আমজাত পণ্য ছিল ১২% | হলো ৫%

দার্জিলিঙের চা ছিল ১৮% | হলো ৫%