📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:বিরোধীদের আপত্তি উড়িয়ে লোকসভার পর রাজ্যসভাতেও পাশ হয়েছে ওয়াকফ সংশোধনী বিল। তবে ওয়াকফ সম্পত্তি (Waqf property) নিয়ে সংসদে লড়াইয়ের নামে তৃণমূল দ্বিচারিতা করছে বলে অভিযোগ করলেন বহরমপুরের প্রাক্তন সাংসদ তথা প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীররঞ্জন চৌধুরী (AdhirRanjan Chowdhury)।
অধীরের অভিযোগ, “সংসদে তৃণমূলের সাংসদরা ওয়াকফ নিয়ে বড় বড় কথা বলে, আর বাংলায় ওয়াকফ সম্পত্তি লুট চলছে!”
কীভাবে? বহরমপুরের প্রাক্তন সাংসদের কথায, পশ্চিমবঙ্গে সাচার কমিটির রিপোর্ট অনুযায়ী রাজ্যে ১ লক্ষ ৪৮ হাজার ২০০টি ওয়াকফ প্রোপার্টি আছে। যার অন্যতম হল পশ্চিমবঙ্গে বিধানসভা।